রোজা শুরু বৃহস্পতিবার
রোযাদারদের দুআ ফিরিয়ে দেওয়া হয় নাঃ
হযরত আবু হুরাইরা (রাঃ ) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ্ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন ব্যাক্তির দুআ ফিরিয়ে দেওয়া হয় না – ১. রোযাদারের দুআ ইফতার করা পর্যন্ত, ২. ন্যায়পরায়ণ বাদশাহের দুআ, ৩. মাজলুমের দুআ। আল্লাহ্ তায়ালা তাদের দুআ মেঘমালার উপরে উঠিয়ে নেন এবং এর জন্য আসমানের দরজাসমূহ খুলে দেওয়া হয়। আর আল্লাহ্ তায়ালা বলেন, আমার ইজ্জতের কসম! বিলম্বে হলেও আমি অবশ্যই তোমাকে সাহায্য করব। – মুসনাদে আহমাদ, হাদীসঃ৯৭৪৩; জামে তিরমিযী, হাদীস ৩৫৯৮; ইবনে হিব্বান, হাদীস ৩৪২৮; ইবনে মাজাহ, হাদীস ১৭৫২।
মঙ্গলবার, ৯ জুলাই, ২০১৩
ramdan mubarak
৭:১৯:০০ AM
Unknown
Posted in
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন