সাধারণত আমাদের
কাছে মাকড়শা মানেই
ভয়
বা ঘেন্নার বস্তু।
কিন্তু একটি মা মাকড়শার ত্যাগের
কাহিনী যে কাউকেই অবাক
করে দেবে।
আমরা সবাই জানি যে, মাকড়শার ডিম
ফুটে বাচ্চা বের হয়।
মা মাকড়শা সেই ডিম নিজের।দেহে বহন
করে,
বাচ্চারা বের না হওয়া পর্যন্ত।
প্রকৃতির নিয়মে একসময় ডিম ফুটতে শূরু
করে।
নতুন প্রাণের সঞ্চার হয় ডিমের ভেতর।
কিন্তু সন্তানদের খাদ্য কোথায়?
ক্ষুধার জ্বালায় ছোট
ছোট বাচ্চা মাকড়শারা মায়ের দেহই
খেতে শূরু
করে ঠুকরে ঠুকরে।
সন্তানদের মুখ চেয়ে মা নীরবে হজম
করে
সব কষ্ট, সব যন্ত্রনা।
একসময় মায়ের পুরো দেহই চলে যায়
সন্তানদের পেটে।
মৃত মা পড়ে থাকে ছিন্ন বিছিন্ন হয়ে,
সন্তানেরা নতুন পৃথিবীর
দিকে হাঁটতে থাকে।
আসলে " মা " দের আত্মত্যাগ এরকমই !
0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন